রাইটিং করে কিভাবে অর্থউপার্জন করা যায় 2

অনেকেই রয়েছেন যারা লেখালেখি করতে পছন্দ করেন। এই লেখার মান যদি ভাল হয় তাহলে আপনিও আয় করতে পারেন। অনলাইনে এবং অফলাইনে দুভাবেই আপনি কনটেন্ট রাইটিং বা লেখালেখি করে আয় করতে পারেন। আপনার এই লেখা যদি অনলাইনে এবং প্রিন্ট মাধ্যমে প্রকাশিত হয় তাহলে আপনি ও কদরের পাত্র হতে পারেন। আমাদের দেশে বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনে লেখালেখি করে আয় করার একটা সুযোগ রয়েছে যা আপনি অফলাইনে করতে পারবেন। এবং অনলাইনে করারও বিভিন্ন সুযোগ রয়েছে। আপনারা অনেক জায়গায় দেখে থাকেন অনলাইনে লেখালেখি বা কনটেন্ট রাইটিং করে আয় এর কথা। অনলাইনে লেখা বা কনটেন্ট রাইটিং এর জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে।
যেমন আপওয়ার্ক,অফওয়ার্ক,ফি­বার, ফ্রিলেন্সার আরো অনেক। আপনি এর যেকোনো একটিতে নিবন্ধন করে আপনার পছন্দের লেখালেখির কাজটি করতে পারেন।আপনি যদি লেখালেখি বা কনটেন্ট রাইটিং করে ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম জানতে হবে।আপনাকে কপিরাইট থেকে দূরে থাকতে হবে ।আপনি আগের প্রকাশিত ব্লগ থেকে আইডিয়া নিতে পারেন।এবং নিজের মতো করে লিখবেন ।নির্দিষ্ট একটা বিষয়ের উপর লিখবেন এবং লেখার মাঝে মূলভাব ফুটিয়ে তুলতে হবে ।

লিখেছেন Ariza Rahman

2 Comments

  1. Ami korbo

  2. Valo post

Leave a Reply